Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
মাদারীপুর জেলা কারাগারের ০১.০১.২০২২ হতে ৩১.১২.২০২২ পর্যন্ত সময়ের বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য সরবরাহের প্রথম বারের জন্য কারা ঠিকাদার ও সরবরাহকারী/ব্যবসায়ী নিয়োগের দরপত্র।
Details
“দরপত্র বিজ্ঞপ্তি’’
 
১। দরপত্র আহবানকারীর নাম ঃ জেল সুপার,মাদারীপুর জেলা কারাগার।
২। এজেন্সী/সংস্থা ঃ কারা অধিদপ্তর,বাংলাদেশ,ঢাকা।
 
৩। দরপত্রের নাম ঃ মাদারীপুর জেলা কারাগারের ০১.০১.২০২২ হতে ৩১.১২.২০২২ পর্যন্ত সময়ের বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য সরবরাহের প্রথম বারের জন্য কারা ঠিকাদার ও সরবরাহকারী/ব্যবসায়ী নিয়োগের দরপত্র।
 
৪। দরপত্র বিজ্ঞপ্তির বরাত ও তারিখ ঃ কারা অধিদপ্তরের পত্র নং-৫৮.০৪.০০০০.০৩০.১২.০০১.২০-৮২৬ (৮২) ,তারিখ-৩০.০৭.২০২০ এবং বিভাগীয় সদর দপ্তর ,ঢাকার পত্র নং-৫৮. ০৪.২৬০০.০৬১.০৪.০১১.২০২১-৭১৩ (১৮),তারিখ-১০.১০.২০২১। 
৫। ইচ্ছুক দরদাতাদের ন্যূনতম যোগ্যতা ঃ দরপত্র সিডিউলে উল্লেখিত শর্তানুযায়ী।
 
৬। বাজেট ও ফান্ড প্রাপ্তির উৎস ঃ জাতীয় রাজস্ব তহবিল।
 
৭। দরপত্র আহবান পদ্ধতি ঃ উম্মুক্ত দরপত্র পদ্ধতি।
 
৮। দরপত্র দলিল প্রাপ্তির স্থান ঃ (ক) কারা উপ-মহাপরিদর্শক এর কার্যালয়,ঢাকা বিভাগ,সদর দপ্তর,ঢাকা। (খ) জেল সুপারের কার্যালয়,মাদারীপুর।
৯। দরপত্র দলিল বিক্রয়ের শেষ তারিখ ও সময় ঃ ০৩.১১.২০২১ সকাল ৯:০০ ঘটিকা হতে বেলা  ২:৩০ ঘটিকা পর্যন্ত
 
১০। দরপত্র জমা দেয়ার স্থান ঃ (ক) জেলা প্রশাসকের কার্যালয়,মাদারীপুর এর রক্ষিত  বাক্সে।
(খ) জেল সুপারের কার্যালয়,মাদারীপুর এর রক্ষিত  বাক্সে।
(গ) সদর থানা মাদারীপুর এর রক্ষিত  বাক্সে।
১১। দরপত্র জমা দেয়ার তারিখ ও সময় ঃ ০৪.১১.২০২১ সকাল ৯:০০ ঘটিকা হতে বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত
১২। দরপত্র খোলার স্থান ,তারিখ ও সময় ঃ জেল সুপারের কার্যালয় ০৪.১১.২০২১ তারিখ বেলা ০১:০০ ঘটিকা।
 
১৩। দরপত্র মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠানের স্থান,তারিখ ও সময়
ঃ ০৭.১১.২০২১ তারিখ বেলা ০১:০০ ঘটিকা।
 
১৪। দরপত্র দলিলের মূল্য ঃ প্রতি সেট =১,০০০/-(এক হাজার) টাকা মাত্র।
 
১৫। দরপত্র জামানতের পরিমাণ ঃ গ্রæপ ক-৪০,০০০/-,গ্রæপ খ-৪৫,০০০/-,গ্রæপ গ-৫৫,০০০/-,গ্রæপ ঘ-৪০,০০০/-,গ্রæপ ঙ-৫০,০০০/- টাকা।
১৬। কার্যাদেশের সময়সীমা ঃ ০১.০১.২০২২ হতে ৩১.১২.২০২২ পর্যন্ত।
১৭। দরপত্রের সাথে যে সকল কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে।
ঃ দরপত্র সিডিউেেলর সাথে সংযুক্ত শর্তানুযায়ী।
১৮। দরদাতাদের প্রতি বিশেষ নির্দেশাবলী ঃ দরপত্র সিডিউলের সাথে সংযুক্ত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।
১৯। সরবরাহকৃত পণ্যের বিল হতে বিধি মোতাবেক আয়কর ও ভ্যাট কর্তন করা হবে।
২০। দরপত্র সংক্রান্ত অন্যান্য তথ্যাবলী জানার জন্য কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
২১। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে সকল/যে কোন দরপত্র গ্রহণ বা বাতিল করার ক্ষমতা/অধিকার সংরক্ষণ করেন।
 

(মোঃ নজরুল ইসলাম)
জেল সুপার
বিজে-০২৭০৯৯০০২০৬
মাদারীপুর জেলা কারাগার
          

Publish Date
06/10/2021
Archieve Date
10/12/2021